চা শ্রমিক ডটকমঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার় ৩ নংপূর্ব জাফলং ইউনিয়নের,
জাফলং আমির মিয়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
জাফলং ড্রীম্বয় যুব সংগ পক্ষে থেকে আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোদন করেন, শামসুল আলম, সভাপতি (ভারপ্রাপ্ত) সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও যুগ্মসাধারণ সম্পাদক গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ। সভাপতিত্ব করেন ইউসুফ আহমেদ ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগ,
উক্ত খেলায় অংস গ্রহন করেন মোহাম্মদপুর মিতালী সবুজ সংগ ও দরবস ফুটবল একাদশ
উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন,প্রধান উপদেষ্টা মুবশির আলি মুবই, বিশেষ অতিথি মিনহাজুর রহমান মিনহাজ আহবায়ক পূর্ব জাফলং ইউনিয়ন,আওয়ামী লীগ, শাহজাহান সিরাজ সভাপতি আওয়ামী লীগ পূর্ব জাফলং ইউনিয়ন,আতাউর রহমান আতাই,২ নং ওয়ার্ড ইউ/সদস্য, বিল্লাল হোসেন,সভাপতি সেচ্ছাসেবক লীগ ৩ নং পূর্ব জাফলং সোহেল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ, সহ ছাত্রলীগ,যুবলীগ,আওয়ামী লীগ,সেচ্ছাসেবক লীগ,গণমান্য ব্যাক্তি নেতৃত্ববৃন্দ প্রমুক।
Leave a Reply