1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন

গ্রীণ আই একাডেমীতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

লিটন মুন্ডা লস্করপুর ভ্যালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫৪ Time View

:সকল স্কুল, হাই স্কুলের ন্যায় অাজ ২৮ শে ডিসেম্বর শনিবার ২ নং অাহম্মাদাবাদ ইউ পি এর অন্যতম সুনাম ধন্য বিদ্যালয় গ্রীণ আই একাডেমীতে ও ফলাফল প্রকাশ ও কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের অারম্ভ থেকে এ পর্যন্ত প্রতি বছরেই গ্রীণ অাই একাডেমীর ছাত্র-ছাত্রীরা ফলাফলে চমক প্রদর্শন করে অাসছে। গ্রীণ অাই একাডেমীর পাশের হার ১০০% যা অন্য কোন স্কুলে দেখা যায় না।

নার্সারি থেকে চতুর্থ শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ফলাফল প্রকাশ এবং কৃতকার্যদের মাঝে পুরষ্কার বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন – হারুন উর রশিদ রঙ্গু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন – গ্রীণ আই একাডেমীর সভাপতি- মোঃ ফজল মিয়া, স্কুল কমিটি সদস্য নবনির্বাচিত বাজার কমিটির সাধারণ সম্পাদক – সাংবাদিক এম.এ বাতেন, কামরুল ইসলাম শামীম, প্রধান শিক্ষক – অাদনান শাকিল, সাবেক প্রধান শিক্ষক – বাহার অাহমেদ, সিনিয়র শিক্ষক – সেলিম, রিপন, অাজমান সহ স্কুলের শিক্ষক- শিক্ষিকামন্ডলী, অভিবাবকমন্ডলী।

সিনিয়র শিক্ষক মোঃ আঃ হাই সেলিম এর পরিচালনায় এবং মোঃ ফজল মিয়া এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি সকাল ১১ টায় অারম্ভ হয় এবং দুপুর ২ টায় সমাপ্ত ঘটে। শিক্ষার্থীদের ফলাফলে অভিবাবকরা খুবেই অানন্দ প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি