চা শ্রমিক ডটকমঃ সম্প্রতি ২১শে ডিসেম্বর শনিবার প্রেমের টানে বালিশীরা ভ্যালীর মাজদিহি চা বাগানের ফাড়ী ফুলছড়ার মিষ্টু রিকমুন(২২) পিতাঃভানু রিকমুন সহিত রুমি রিকমুন(১৮) পিতাঃ মৃত কার্তিক রিকমুন বাড়ী ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে গত ২৭ শে ডিসেম্বর শুক্রবার ছেলের বাড়ীতে সন্ধ্য ৭ ঘঠিকায় পৌচ্ছালে প্রেমিকার আত্নীয় স্বজনের এলোপাথারী হামলায় গুরুত্বর আহত করে এলাকা হতে বের দেয় পরে পথযাত্রীর সহযোগীতায় স্থানীয় কালাপুর বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়ে পার্শবর্তী চাউতলী এলাকায় প্রেমিকের মামার বাড়ীতে আশ্রয় নিলে শাররিক অবস্থার অবনতি দেখাদিলে গতকাল শনিবার মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাপত্র নিয়ে আশ্রয়স্থলে ফিরে আসে। ভূক্তভোগী প্রেমিক জুটির প্রতিবেদকের সহিত কথা হলে মামলার প্রস্তুতি চলছে বলে জানান। এবিষয়ে চা শ্রমিক ডটকমের হস্থক্ষেপে বাগান পঞ্চায়েত ও প্রশাসনের সহযোগীতায় প্রেমিক প্রেমিকার উভয় পরিবার লিখিত মূছলেখার মাধ্যমে পরিবারবর্গ বিবাহ মেনে গ্রহন করে।
Leave a Reply