চা শ্রমিক ডটকমঃ কুমিল্লায় ঢাকাগামী মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে প্রায় ৭ ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ থাকার পর এবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বরমচাল রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি সার বহন করছিল। কুলাউড়ার বরমচাল এলাকায় আসলে বেলা ১১টার কিছু সময় আগে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। বর্তমানে ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।
বরমচাল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কাজল মাহমুদ জানান, ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ চলছে। দুপুর ২টার মধ্যে রেললাইন স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।
এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে নোয়াখালী থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হলে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করার পর ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
Leave a Reply