বড়লেখায় প্রধান শিক্ষকসহ ১১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারিকে সংবর্ধনা

কাজল বাক্তি জুড়ী ভ্যালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪১ Time View

চা শ্রমিক ডটকমঃ বড়লেখা উপজেলার দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকসহ ১১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারিকে (৩ জন মরণোত্তর) শনিবার সংবর্ধনা দিয়েছেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটি। এ সম্মাননা প্রদান সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. শামীম আল ইমরান। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস।
সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারিবৃন্দ হলেন সাবেক প্রধান শিক্ষক অনুকুল চন্দ্র দাস, সহ-প্রধান শিক্ষক বাবু লাল নাথ, সহকারী শিক্ষক বিধু ভুষণ চন্দ, নুরুল ইসলাম, দয়াময় শুক্ল বৈদ্য, অফিস সহকারী দিলীপ চন্দ্র দাস, দপ্তরী দিলীপ কুমার মালাকার ও নৈশ প্রহরী আব্দুল খালিক। মরণোত্তর সংবর্ধিত শিক্ষক-কর্মচারিবৃন্দ হলেন সহকারি শিক্ষক আব্দুস সাকুর, দিনেশ চন্দ্র দাস ও নুর উদ্দিন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি স্বপন চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার ও সহকারী শিক্ষক হামিদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সরকারী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক বিধান চন্দ্র দাস, দাসের বাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সংবর্ধিত প্রধান শিক্ষক অনূকুল চন্দ্র দাস, সহকারি শিক্ষক বাবুলাল নাথ, নুরুল ইসলাম, দয়াময় শুক্ল বৈদ্য, কর্মচারী দিলীপ চন্দ্র দাস, ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান দে, সাংবাদিক আব্দুর রব।
এছাড়াও বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য রাখাল চক্রবর্ত্তী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইসলাম উদ্দিন, দলিল লেখক সঞ্জু লাল দাস, স্কুলের সহকারী শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, অজয় চন্দ্র দাস, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রুহেল আহমদ, বর্তমান শিক্ষার্থী সামছুন্নাহার মৌরী ও জয়ন্ত দাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category