1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

সিলেটে আওয়ামীলীগের আনন্দ মিছিলে টানাটানিতে ছিঁড়ল ব্যানার

মোহাম্মদ হানিফ আহমদ সিলেট ভ্যালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ১১৩৭ Time View

চা শ্রমিক ডটকমঃ সিলেটে আওয়ামী লীগের ‘গণতন্ত্রের বিজয় দিবসের’ আনন্দ মিছিলে সামনে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কি এবং টানাটানি করে ব্যানার ছিঁড়ে ফেললেন নেতারা।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর জেলা পরিষদ থেকে মিছিলের শুরুতে এ ঘটনা ঘটে। এ সময় ব্যানারটি ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলে তা নিয়েই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আনন্দ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সিলেট জেলা ও মহানগরের সম্মেলনের পর প্রথমবারের মতো রাজপথের কর্মসূচিতে নেতৃত্ব দিলেন নতুন নেতারা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সিলেট জেলা ও মহানগরের সম্মেলনের পর প্রথমবারের মতো রাজপথের কর্মসূচিতে নেতৃত্ব দিলেন নতুন নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ মিছিলের শুরুতে কেন্দ্রীয় তিন নেতা, জেলা-মহানগরের শীর্ষ নেতাদের পাশাপাশি মধ্যম সারির কয়েকজন নেতা সামনের সারিতে দাঁড়ানোর চেষ্টা করেন। এ সময় পেছন থেকে কয়েকজন ধাক্কাধাক্কি করে সামনে আসার চেষ্টা করেন। পাশাপাশি ব্যানারের দুইপাশ ধরে আরও কয়েকজন টানাটানি করলে তা মাঝ বরাবর ছিঁড়ে যায়। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হলে শীর্ষ নেতাদের তৎপরতায় তা প্রশমিত হয়। এরপর কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাদের নেতৃত্বে ছেঁড়া ব্যানার নিয়েই আনন্দ মিছিল শুরু হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- দলের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলার সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছরপূর্তি উপলক্ষে ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করছে আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি