চা শ্রমিক ডটকমঃ সিলেট শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এবার বেড়েছে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। এবার পাশের হার ৯২.৭৯ শতাংশ। যা গতবারের চেয়ে ১২.৯৭ শতাংশ বেশি। গত বছর পাশের হার ছিল ৭৯.৮২ শতাংশ।
এছাড়া এবছর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭শ ৭১ জন। গতবারের চেয়ে ২ হাজার ৭৩ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৯৮ জন।
মঙ্গলবার দুপুর ১২ টায় সিলেট সিলেট শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
Leave a Reply