বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাথারিয়া চা বাগানের সহকারী ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

কাজল বাক্তি জুড়ী ভ্যালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৮৭৬ Time View

চা শ্রমিক ডটকমঃ বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শৈলেন তেলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাথারিয়া চা বাগানের সহকারী ইলেক্ট্রিশিয়ান এবং চা বাগানের তালা টিলার বাসিন্দা সদাই তেলীর ছেলে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারের সম্মতিতে ময়না তদন্ত ছাড়াই সন্ধ্যায় তার লাশ দাহ করা হয়েছে।
হাসপাতাল ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, পাথারিয়া চা বাগানের সহকারী ইলেক্ট্রিশিয়ান শৈলেন তেলী মঙ্গলবার দুপুরে বাগানের নিয়মিত কাজ শেষে বাড়ি ফিরে নিজের ব্যক্তিগত একটি বৈদ্যুতিক মটর মেরামত করছিলেন। ওই মটরে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য তিনি বাড়ির পাশের বৈদ্যুতিক খুটির ওপরে উঠেন। অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে বিদ্যুতের তারসহ তিনি খুটির ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাথারিয়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মোহন রিকমুন জানান, নিহতের স্বজনদের সম্মতিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করে ময়না তদন্ত ছাড়াই সন্ধ্যায় লাশের সৎকার সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category