চা শ্রমিক ডটকমঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীও কল্যান ট্রাস্ট,সিলেট। মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষাচা শ্রমিক ডটকম সিলেট ভ্যালি শোভন রায় দীপ্ত মনিপুর চা বাগান প্রতিনিধি, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হিন্দু ধর্মীও কল্যান ট্রাস্ট,সিলেট। মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। আজ ১ই জানুযারী ২০২০ সালে নতুন বছরে ছোট সোনামনিদের মাঝে, ধর্ম শিক্ষা ও নার্সারী পড়ুয়া ছোট সোনামনিদের মাঝে বই বিতরন করেন। ঐ ইস্কুলের শিক্ষিকা তারামনি রিকমুন, এবং আরো উপস্থিতি থাকেন ৩নং ঘিলাছড়া ইউনিয়নের ইউ পি সদস্য জনাব মোহাম্মদ সফিক মিয়া। ছোট সোনামনিদের মঙ্গল কামনা করেন। মনিপুর চা বাগান সার্বজনীন দূর্গা মন্দির। কার্যক্রম প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। আজ ১ই জানুযারী ২০২০ সালে নতুন বছরে ছোট সোনামনিদের মাঝে, ধর্ম শিক্ষা ও নার্সারী পড়ুয়া ছোট সোনামনিদের মাঝে বই বিতরন করেন। ঐ ইস্কুলের শিক্ষিকা তারামনি রিকমুন, এবং আরো উপস্থিতি থাকেন ৩নং ঘিলাছড়া ইউনিয়নের ইউ পি সদস্য জনাব মোহাম্মদ সফিক মিয়া। ছোট সোনামনিদের মঙ্গল কামনা করেন। মনিপুর চা বাগান সার্বজনীন দূর্গা মন্দির।
Leave a Reply