সিলেট সদর উপজেলার চেয়ারম্যানের চা শ্রমিকদের মধ্যে শীত বস্ত্র বিতরণ

বিষ্ণু দাস,সিলেট ভ্যালী প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ১১৪৬ Time View

চা শ্রমিক ডটকমঃসিলেট সদর উপজেলার খাদিম, ছরাগানং, বরজান, কালাগুল চা বাগানে শ্রমিকদের মধ্যে প্রধানমন্ত্রীর তহবীল থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে শীতবস্ত্র বিতরণ করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা নেতা আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আজাদুর রহমান সামাদ, মেম্বার শামীম আহমদ, মুরব্বী নান্টু রঞ্জন সিনংহ, পঞ্চায়েত সভাপতি সবুজ তাতী, শিক্ষক বিকাম রঞ্জন দাস, মো. রবু মিয়া, ছরাগানং পঞ্চায়েত সভাপতি কমল চাষা, সাধারণ সম্পাদক মাহজাহান মিয়া, বরজান পঞ্চায়েত সভাপতি সুভাষ নায়েক, কালাগুল পঞ্চায়েত সভাপতি রঞ্জু নায়েক, সংবাদ পত্র হকার সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category