খাদিমনগর ইউনিয়ন ০৯ ওয়ার্ড মেমবার আতাউর রহমান শামীম এর সৌজন্যে শুরু হলো ২য় মেম্বার কাপ ক্রিকেট লীগ, আজ বিকাল তিন ঘটিকায় বরজান চা বাগান খেলর মাটে অনুষ্ঠিত হয় এ খেলা, বংঙ্গ বন্ধু প্রিমিয়ার লিগের ফ্যান দল হিসেবে সাজানো হয়েছে দলগুলো খেলার উদ্বোধন করেন মেমবার আতাউর রহমানশামীম, উপস্থিত ছিলেন খাদিম নির্মলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নান্টু রঞ্জন সিংহ। বরজান চা বাগান পঞ্চায়েত সভপতি সুবাস নায়েক রতিলাল, ওয়ার্ঢ আওয়ামী লীগের সহ সভাপতি রবুমিয়া সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, বাবু সঞ্জয় কুমার চাষা,মুরুব্বি মুজাম্মেল মিয়া যুব নেতা জামাল মিয়া,
হানিফ মিয়া, শাহজাহান মিয়া,রিপন গোয়ালা, সাইদুল ইসলাম সুহেল,সেলিম আহমদ, রাজু, মঞ্জয় কুমার চাষা, সংঙ্গিত গোয়ালা, মাফিকুল ইসলাম মুন্না, প্রমুখ।
Leave a Reply