চা শ্রমিক ডটকমঃ চল মিলি প্রাণের ইর্স্পশে পি পি এম উচ্চ বিদ্যালয় পূর্ণমিলনী অনুষ্টান প্রতিপাদ্যে আসছে আগামী ১০,১১ জানুয়ারী ২০২০ রোজ শুক্র ও শনি বার অনুষ্টিত হতে যাচ্ছে পি পি এম উচ্চ বিদ্যালয়ের সাবেক ও ২০১৯ ব্যাচের সকল ছাত্র ছাত্রীর পূর্ণ মিলনী অনুষ্টান রয়েছে না না আয়োজন সকল ছাত্র ছাত্রীর অনেক আনন্দে কবে আসবে সেই সময় অতিতের ফেলে আসা বন্ধুবান্ধব সেই পুরনো বিদ্যালয় যেখানে আমার ঙ্গানের আলো ধারণ করেছিলাম সেই আলোতে আমরা আজ আলোকিত। প্রাণের প্রিয় সেই পুরাণ বাজার পাবলিক মডেল উচ্চ বিদ্যালয় কত না স্বৃতি ঘিরে বসে আছে ঐ বিদ্যালয়ে। প্রাণ প্রিয় শিক্ষক শিক্ষিকা গন। আর গভির শোকাহত সেই সব শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা আমানের ঙ্গানের প্রদীপ জেলে না ফেরার দেশে চলে গেছেন। অনুুুুুষ্টানে থাকবে ব্র্যান্ড কনর্সাট।
Leave a Reply