চা শ্রমিক ডটকমঃ “শিশুর সহায়তায় ফোন- ১০৯৮” শীর্ষক সচেতনতামূলক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত বৃদ্ধিমূলক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে সিলেট সদর উপজেলায়।
সোমবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত চাইল্ড সেনসিটিভ স্যোসাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২ শিশুর প্রতি সহিংসতা রোধে “চাইল্ড হেল্পলাইন-১০৯৮” এর কার্যক্রমের উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এই ওরিয়েন্টেশন সভার আয়োজন করে।
উপজেলা সমাজসেবা অফিসার ও সিএসপিবি’র প্রতিনিধি মো: দিদারুল আলমের যৌথ সঞ্চলনায় এবং উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন, জালালাবাদ থানার এসআই প্রদীপ সরকার, সদর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মরিয়ম আক্তার, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কেইস ম্যানেজার সাব্বির হোসেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব- লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়, দ্যা নিউ ন্যাশন পত্রিকার সিলেট প্রতিনিধি এস এ শফি, দৈনিক বিজয়ের কন্ঠের স্টাফ রিপোর্টার এম. রহমান ফারুক প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহপরান থানার এসআই অঞ্জন সিংহ, বিমান বন্দর থানার এসআই শাহনাজ আক্তার, হযরত শাহ পরাণ (রা:) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খইরুজ্জামান তাপাদার, উপজেলা সমাজসেবা কার্যালয়ের বেবী রানী ঘোষ, মো: ইকরামুল কবীর, শর্মিষ্ঠা চৌধুরী, লিলা বেগম, দ্য লুমিনাস স্কুলের সহকারী শিক্ষক আমিনুর রশিদ, লাক্কাতুরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী টার্ণবুল, টুলটিকর মহিলা ইউপি সদস্য সেলিনা আক্তার, শিরিন আক্তার, জালালাবাদ ইউপি সদস্য আছমা আক্তার, খাদিমপাড়া ইউপি সদস্য ফাতেমা আক্তার পারুল, টুকের বাজার ইউপি সদস্য আবুল কাশেম চৌ:, দলদলি চা বাগান পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, লাক্কাতুরা চা বাগানের পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, বড়জান চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুবাস নায়েক ও বিভিন্ন চা বাগানের শিশু প্রতিনিধি প্রমূখ।
অনুষ্ঠানে শিশু ও তার অধিকার প্রসঙ্গ; শিশু আইন ২০১৩ বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা; চাইল্ড হেল্পলাইন- ১০৯৮ এর কার্যক্রম; মোবাইল টিম গঠন; চাইল্ড হেল্পলাইন- ১০৯৮ প্রসঙ্গে মুক্ত আলোচনা করা হয়।
Leave a Reply