1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

সিলেট চা জনগোষ্ঠী ছাত্র যুব কল্যান পরিষদের সংবর্ধনা ও এজিএম অনুষ্ঠান সম্পূর্ণ ।

বিক্রম রায় সিলেট ভ্যালী প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ৯২৩ Time View

চা শ্রমিক ডটকমঃ বাগানের উন্নয়ন ও বিভিন্ন কল্যান মূলক কাজের জন্য একটি সক্রিয় সংগঠন সিলেট চা জনগোষ্ঠী ছাত্র যুব কল্যান পরিষদ, সংগঠনটির বিভিন্ন উন্নয়ন মুলক কাজের জন্য বিভিন্ন সম্মান অর্জন করেন আজ ১৭-০১-২০২০ ইং রোজ শুক্রবার সিলেট সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় ২০১৯-২০ সালের সংগঠনটির কৃর্তীশিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভা সংগঠনটির কার্যনির্বাহী সম্পাদক সুজিত বাড়াইক এর উপস্থাপনার মধ্যে দিয়ে পবিত্র গিতা পাঠ করেন পপি গোয়ালা এবং কোরান পাঠ করেন আতাউর রহমান, প্রথমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনটির অর্থ-সম্পাদক সোয়াগ ছত্রী, সহ-সম্পাদক মনু লোহার, সহ- সভাপতি আতাউর রহমান শামীম, সিনিয়র সহ-সভাপতি বরুণ সিং ছত্রি লাক্কাতুরা শাখা কমিটির পক্ষে বক্তব্য দেন সভাপতি লিটন লোহার, অতিথিদের মাঝে বক্তব্য প্রদান করেন জনাবা পলিনা রহমান মহিলা ভাইস চেয়ারম্যান জৈন্তাপুর উপজেলা, জনাব মিল্লাত চৌধুরী ভাইস চেয়ারম্যান সদর উপজেলা প্রধান অতিথি জনাব আলহাজ্ব আশফাক আহমদ চেয়ারম্যান সদর উপজেলা, সংগঠনের সভাপতি দিলিপ রঞ্জন কুর্মীর বক্তব্যর মধ্যে শেষ হয় সিলেট চা জনগোষ্ঠী ছাত্র যুব কল্যান পরিষদ এর বার্ষিক সাধারণ সভা এবং সংগঠনটির কিছু রদবদল করা হয় ।।

জনাবা পলিনা রহমান মহিলা ভাইস চেয়ারম্যান জৈন্তাপুর উপজেলা, জনাব মিল্লাত চৌধুরী ভাইস চেয়ারম্যান সদর উপজেলা প্রধান অতিথি জনাব আলহাজ্ব আশফাক আহমদ চেয়ারম্যান সদর উপজেলা, সংগঠনের সভাপতি দিলিপ রঞ্জন কুর্মীর বক্তব্যর মধ্যে শেষ হয় সিলেট চা জনগোষ্ঠী ছাত্র যুব কল্যান পরিষদ এর বার্ষিক সাধারণ সভা এবং সংগঠনটির কিছু রদবদল করা হয় ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি