শ্রীমঙ্গলে, মুসলিমবাগ,একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে ফ্রিজ-টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন

রিপন মৃর্ধা,বালিশির ভ্যালী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ১৬৭৫ Time View

চা শ্রমিক ডটকমঃমৌলভীবাজার জেলার, শ্রীমঙ্গল উপজেলার, মুসলিমবাগ এলাকায়, একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে ফ্রিজ-টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার মুসলিমবাগ এলাকার মাঠে ব্যাডমিন্টন ফাইনাল খেলা শুরু হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান, জনাব রণধীর কুমার দেবের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক, জনাব রাজু দেব রিটনের সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভাগমণ করেন জেলা আওয়ামীলীগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জনাব মিছবাহুর রহমান। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৬নং আশিদ্রোন ইউনিয়ন চেয়ারম্যান, জনাব রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জনাব আবু কাওসার লাভলু, মুসলিমবাগ একতা যুব সংঘের উপদেষ্টা, জনাব মোঃ রওশন মিয়া, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি, জনাব সাইদুর রহমান সুজাত, সাধারণ সম্পাদক,জনাব উজ্জ্বল কান্তি দাস প্রমুখ।
উক্ত ফাইনাল খেলায় লিটন সাথী, মুসলিমবাগ ব্যাডমিন্টন দলকে ৩-০ ম্যাচের ব্যবধানে পরাজিত করে বিজয় লাভ করেন ড্রিমস স্পোর্টস দল , স্টেশন রোড।
খেলা শেষে রাত ১১টায় বিজয়ী দলের খেলোয়ারদের হাতে ফ্রিজ ও রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে টিভি পুরস্কার হিসেবে তুলে দেন উপস্থিত অতিথিগন। এছাড়াও উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
উল্লেখ, গত ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে মহান বিজয় দিবস উপলক্ষে উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category