চা শ্রমিক ডটকমঃ শ্রীমঙ্গল উপজেলার সাত গাঁও চা বাগানে চল হাঁসি ফোঁটায় সংগঠনের উদ্যোগে হতদরিদ্র চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
চল হাঁসি ফোঁটায় সংগঠনের (let’s make smile) উদ্যোগে সাত গাঁও ৯ নং ইউনিয়ন পরিষদ এর সাত গাঁও চা বাগানে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে আজ ২৬/১/২০২০ ইং তারিখে রোজ রবিবার সকাল ৯. ০০ ঘটিকায় উষ্ণতার ছোঁয়া সকলের মাঝে ২০২০ ইং স্লোগানকে সামনে রেখে হতদরিদ্র চা শ্রমিকদের ৩০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনটির সিলেট বিভাগীয় টিম লিডার প্রশান্ত কৈরী বলেন, শ্রীমঙ্গলের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে আর তা অল্প আয়ের চা শ্রমিকের জন্যে খুব বেশি কষ্টকর । আমরা চেস্টা করেছি একবারে দরিদ্র এবং অসহায় চা শ্রমিক মানুষের মাঝে আমাদের সাহায্য পৌছে দিতে । আমরা শ্রীমঙ্গল এবং বগুরায় এবার আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছি এবং আশা করছি তা সঠিক জায়গায় পৌছে দিতে পেরেছি ।
শীতবস্ত্র বিতরণে এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশ্বজীত কৈরী ,রাজু কৈরী, সাংবাদিক সুদীপ কৈরী ,অঞ্জন ভুমিজ, রাজীব কৈরী ,তাপশ কৈরী, শাওন কৈরী,সঞ্জয় কৈরী, অজয় বাক্তি প্রমুখ…
Leave a Reply