জাফলং চা বাগানে বিভিন্ন প্রতিস্টানে সরস্বতী পূজার উৎসব।

কালাচান কর্মকার,সিলেট ভ্যালী প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৭৩২ Time View

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাফলং চা বাগানে দূর্গা মন্দিরে প্রতি বছরের মতো এবারো সরস্বতী পূজার আয়োজন করা হয়।

সরস্বতী পূজা হলো হিন্দু ধর্মানতীদের অন্যতম উৎসব,
সরস্বতী দেবী হলো বিদ্যাদেবী, সরস্বতী পূজায় অনেক ছাত্র ছাত্রী অঞ্জলি নেয়, অঞ্জলি নিলে জ্ঞান অর্জন করত পারে। পূজা শেষে গীতাপাঠ পরিবেশনা করেন, সুনীল ঘনশ্যামদাস প্রভু।

সিলেট ভ্যালির জাফলং চা বাগান শাখার সিলেট চা জন গোষ্ঠী ছাত্র যুব সংগের সভাপতি রাজু নায়েকের সভাপতিত্বে ও আক্কেল প্রধান এবং রানা প্রধানের পরিচালনায় সরস্বতীপূজার আয়োজন করা হয়।

উক্ত পূজায় পরিবেশন করেন, লিটন রায়,পিকাশ চাশা,নিশি প্রধান,

এ ছাড়াও সৌরভী যুব সংঘের সভাপতি পালাট বুনার্জির নেতৃত্বে এবং সুনীল কর্মকার ও কালাচান কর্মকারের যৌথ পরিচালনায় জাফলং চা বাগান নয় নম্বর পাড়া পূজা অনুষ্ঠিত হয়।

এবং জাফলং চা বাগানে শিব মন্দির, গন্তির বাজার জগ্ননাথ মন্দির, এবং নালাপারে,সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category