চাশ্রমিক ডটকমঃগতকাল ৩রা ফেব্রুয়ারি সোমবার আছিয়া চা বাগানে থানা কর্তৃক মদের ভাটিটে হানার জোরে উক্তেজিত শ্রমিকদের তান্দব, আফিস ভাংচুর ওহামলা বাগান বন্ধ রেখে বিক্ষোভ কর্মসুচী। সন্ধ্যা ৯ ঘটিকায় আছিয়া চা বাগানে ভূজপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে মদের ভাটিতে হানা দেয়,এবং মদ বিক্রেতাকে থানা হাজতে নেয়ার প্রাককালে বাগানের ৪০০-৫০০ শ্রমিক উক্তেজিত হয়ে বাগান ব্যাবস্থাপকের কক্ষ ও অফিস কক্ষ সহ বিপুল ভাংচুর ও হামলা চালায়,
প্রায় দুই তিন ঘন্টা তাদের এ তান্ডব চলে, পর বর্তীতে ইউ পি সদস্য নাজিম উদ্দিন বাচ্চু সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তি গনের প্রচেষ্টায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়, অদ্য সকালে শ্রমিকগন আবার একত্রিত হয়ে বাগান বন্ধ ঘোষনা করে অফিসের সামনে জড়ো হয়, এ সময় তারা বাগান ব্যাবস্থাপকের বিরোদ্ধে বিভিন্ন অশালীন স্লোগান দেয়,
এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ জনাব শেখ আবদুল্লাহ বলেন, মদের এবং মাদকের বিরুদ্বে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং তারই ধারাবাহি কতায় এই অভিযান, যারাই মাদকের ব্যবসা পরিচালনা করবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়, পরে আজ মদ সহ এক ব্যবসায়ীকে কোর্টে চালান দেয়া হয় শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা বাগানের কাজ বন্ধ করে তাদের মাদক সেবীদের পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে,
এবিষয়ে ববাগানের ব্যাবস্থাপকের নিকট জানতে চাইলে বাগান ব্যবস্থাপক বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে, এখানে আমাদের কোন হাত নেই,মাদকের ব্যাপারে প্রশাসন হতে বার বার তাগিদ দেয়া সক্তে ও তারা কর্নপাত না করে মদের ব্যবসা চালিয়েই যাচ্ছে,এতে করে বাগানের ও মারাত্বক ক্ষতি সাধন হইতেছে, পাশাপাশি তারা আন্দোলনের নামে বাগানে তান্ডব চালাচ্ছে।
Leave a Reply