চা শ্রমিক ডটকমঃসিলেট চা জনগোষ্ঠী ছাত্র-যুব কল্যাণ পরিষদের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব বশির উদ্দিন
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবু বাউরি,বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি সাধারণ সম্পাদক দেবু বাউরি,হাবিব নগর চা বাগান পাঞ্চাইত সুমন কালিন্দী, ও বিশিষ্ট ক্রিয়ামুদি লন্ডন প্রবাসী জাকির হোসেন মুন্না,চিকনাগুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দিলিপ রঞ্জিত কুমার,
প্রধান অতিথি জনাব বশির উদ্দিন বলেন-সংগঠনের সকল ধরনের সহযোগিতায় এগিয়ে আসবেন তিনি বলেন কম্পিউটার প্রশিক্ষণের সকল ধরনের প্রস্তুতি করতে তিনি জৈন্তাপুর উপজেলা প্রশাসন থেকে কম্পিউটার সহ সকল ধরনের সহযোগিতা করবেন,
বিশেষ অতিথি দেবু বাউরি বলেন চা শ্রমিক ইউনিয়ন থেকে চা বাগানে বিভিন্ন উপবৃত্তি দেওয়া হয় সংগঠনের সকল চা বাগানের ছাত্র-ছাত্রীদের সুযোগ করে দিবে।
বিশেষ অতিথিঃজাকির হোসেন মুন্না বলে আমি অতি গর্বিত এরকম শিক্ষা মূলক সংগঠন আসতে পেরে,তিনি সকল ধরনের সহযোগিতা করবেন ছাত্র-ছাত্রীদের জন্য।
আতাউর রহমান শামীম মেম্বার বলেন আমি এই সংগঠনে কাজ করছি মেম্বার হওয়ার আরো ৪-বছর আগমুহূর্ত থেকে আছি ছিলাম থাকবো।
সেখানে সংগঠনের সকল কেন্দ্রীয় নেতারা ছিলেন সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে সিনিয়র সহ সভাপতি সুজিত বাড়াইক বলেন এই সংগঠন আমাদের স্বপ্নে গড়া সংগঠন, শিক্ষার আলোয় চা জনগণকে আলোকিত করা।
আরো বরুণ শিং ছত্রী,কিশোর রায়,উষা রানী দাস,লিটন শিং,ভি.পি শং,সাংবাদিক বিক্রম রায়,মোহাম্মদ হানিফ হোসেন,রাজন রায়,নরেশ কুর্মী,আক্কেল প্রধান,রতন,উজ্জ্বল,বাদল বাক্তি, হাসান,রুমেন,লুচেন,সিঠুন সহ খান ও হাবিব নগর চা বাগান শাখা কমিটির আরো অনেকে।
কেন্দ্রীয় কমিটির সবাই শপথ গ্রহণ করান প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান জনাব বশির উদ্দিন মহোদয় ও সংবর্ধনা দেন সকল অতিথিবৃন্দ।
পরে সভাপতিত্ব সংক্ষিপ্ত বক্তব্যে আলোচনার সমাপ্ত করেন।
Leave a Reply