চা শ্রমিক ডটকমঃবাংলাদেশ রায় ঘাটোয়াল সম্প্রদায় পুরাতন তিলকপুর লক্ষীনারায়ন মন্দীর। স্থাপিত ১৩৯২ বাংলা ১৯৮৬ ইংরেজি সাল থেকে আয়োজন করে আসছে মাঘীপূর্ণিমা মহৎসব। প্রতি বছরের মতো এবারও আয়োজন করে সেই মাঘীপূর্ণিমা ব্রত পালন ও অষ্টপ্রহর ব্যাপি তারক ব্রম্ম হরিনাম সংকৃর্ত্তন। ২০২০ ইং এতে প্রত্যাক বারের মতো এবারও বাংলাদেশের সমগ্র চা বাগান থেকে রায় ঘাটোয়াল সম্প্রদায়ের প্রচুর মানুষের সমাগম বিভিন্ন বাগানের সমাজিক সমস্যা বিষয় নিয়ে। পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মানিক রায় মুক্তিযুদ্ধ্যা ও পুরাতন তিলকপুর এবং মুরিচুলি আরো পালকিছড়ার যুবক বৃন্দ।
Leave a Reply