চা শ্রমিক ডটকমঃজাফলং চা বাগানে রাস্তার শুভ উদ্ভোদন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ
সিলেটের গোয়াইনঘাট উপজেলা ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন ১ নং ওয়ার্ড র জাফলং চা বাগানে চাউরাখেলে রাস্তার শুভ উদ্ভোদন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ।
শৈলেনের বাড়ি সামনে ব্রীজ থেকে বিষ্ণুর বাড়ি পর্যন্ত ইট সলিং এর রাস্তার কাজ সম্পুর্ন হয়।
আজ ১২ টা সময় উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ শুভ উদ্ভোদন করেন এত উপস্তিত ছিলেন জাফলং চা বাগান ব্যাবস্থাপক একরামুল করিম বাগান পঞ্চায়েত সভাপতি নিরঞ্জন গোয়ালা, ইউ সদস্য সয়েন বুনার্জি ১ নং ওয়ার্ড,লিটন বাবু, আওয়ামী লীগ সভাপতি শৈলেন দেব ১ নং ওয়ার্ড ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগ সভাপতি আক্কেল প্রধান, সাধারণ সম্পাদক উকিল তাতী যুবলীগ ১ নং ওয়ার্ড, আনন্দ বুনার্জী পঞ্চায়েত গ্রুপ, সাবেক পঞ্চায়েত সভাপতি আগনু মুন্ডা কালাচান কর্মকার চা শ্রমিক ডটকম প্রতিনিধি আরো গনমান্য নেতৃবৃন্দ।
Leave a Reply