চা শ্রমিক ডটকমঃ আজ ১৫ ই ফেব্রুয়ারি শনিবার হবিগন্জের চুনারুঘাট উপজেলার ১ নং অাহম্মাদাবাদ ইউনিয়নে বিকাল ৪ টায় বাল্লা মাঠে ” ইঞ্জিনিয়ার আঃ নূর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট,, এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলার শেষে আলোচনা সভায় বিশিষ্ট মুরুব্বি আব্দুল হাসিমের সভাপতিত্বে ও ইউপি সদস্য এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান – আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, প্রধান অালোচ্যক ছিলেন সারা বাংলাদেশের অন্যতম সমাজ সেবক – ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এতে বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাট পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামসু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খাঁন, চুনারুঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদার, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খাঁন, রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াস, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল মালেক মাষ্টার, এজেডটি একাডেমির পরিচালক নুরুজ্জামান তরফদার স্বপন, সমাজসেবক রুবেল আহমেদ, আহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি বাবরু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক মন্ডলী এবং হাজারো ফুটবল ভক্ত দর্শকমণ্ডলী।
দীর্ঘদিনের প্রতিযোগীতার প্রতিদ্বন্দ্বীতার সাথে যুদ্ধ করে ফাইনালে অংশ গ্রহণ করে শায়েস্তাগঞ্জ স্পোর্টিং ক্লা বনাম গাজীপুর আশরাফ মুহুরী একাদশ। দুই দলের মাঝে চরম উত্তেজনার হাডাহাড্ডির লড়াইয়ের পরে ১-০ গোলে গাজীপুর আশরাফ মুহুরী একাদশ বিজয়ী হয় । উক্ত টুর্নামেন্টে দেশী-বিদেশী খেলোয়াড় অংশ গ্রহণ করেন।
উক্ত টুর্নামেন্টে অর্থায়ন করেন তরুণ সমাজ সেবক ও বিনিয়োগ ব্যাংকার রায়হান উদ্দীন । ফাইনালের চ্যাম্পিয়ান দল একটি নতুন মোটরসাইকেল এবং রানার্সআপ দল একটি ষাঁড় পেয়েছেন। এছাড়াও চুনারুঘাটের সাবেক কৃতি খেলোয়াড়দের সন্মাননা স্মারক প্রধান করা হয় হবে।
Leave a Reply