চা শ্রমিক ডটকমঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গহীন অরণ্য সাতছড়ি বাজার টিলা এলাকার বাসিন্দা খোকন সাওতাল (৩০) নামে এক চা শ্রমিক খুন হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ৩টায় নিহত চা শ্রমিকের বসত ঘরে।
এ ঘটনায় চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে গতকাল রবিবার সকালে ২ চা শ্রমিককে আটক করেছে।
আটককৃতরা হলো একই বাগানের কার্তিক বণিক (২৮) ও রাজেশ বণিক (৩০)।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কি কারণে খুন করা হয়েছে
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর জানা যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল এবং আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
Leave a Reply