সিলেট-ঢাকা ছয় লেনের কাজ দ্রুত শুরু করতে পররাষ্ট্রমন্ত্রীর ড. এ কে আব্দুল মোমেন ডিও লেটার-

মোহাম্মদ হানিফ, সিলেট ভ্যালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৬১ Time View

চা শ্রমিক ডটকমঃ-সিলেট-ঢাকা ছয় লেনের কাজ দ্রুত শুরু করতে পররাষ্ট্রমন্ত্রীর ড. এ কে আব্দুল মোমেন ডিও লেটার দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই ডিও লেটার পররাষ্ট্রমন্ত্রী- সেতুমন্ত্রীর কাছে পাঠান।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ডিও লেটারে উল্লেখ করেন, গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ তাঁর সঙ্গে দেখা করে ‘ঢাকা টু সিলেট মহাসড়কের কাজ বিলম্ব হবার কারণে অর্থ ফেরতের আশঙ্কার কথা জানান।
তাই আগামী জুন মাসের মধ্যে অনুমোদনের ব্যবস্থা গ্রহনের জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন।

জানা যায়, চলতি বছরের জুলাই মাসের মধ্যে অর্থ ছাড়ের বিষয়টি চূড়ান্ত হলে সেপ্টেম্বরে চুক্তি সই হবে। এডিবির পক্ষ থেকে বলা হচ্ছে মহাসড়কের নকশা অবশ্যই জুন মাসের মধ্যে অনুমোদন হতে হবে। আর সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী বলছেন প্রকল্প পরীক্ষা-নিরীক্ষা করতে আরো দেড়-দু’মাস সময় লাগবে।
১৯৯২ সালে এডিবি এ খাতে অর্থ বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা সম্ভব হয়নি। এবছর যেন এ ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এ প্রজেক্ট বাতিল না হয় সেজন্য এডিবি সরকারের সহযোগিতা কামনা করেছে।

বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবির সদস্যপদ লাভের পর থেকে বিভিন্ন প্রকল্পে সংস্থাটি ২৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category