1. farukahmodcha@gmail.com : admin :
  2. mmmfamod@gmail.com : Desk : Desk
  3. chasromiktv@gmail.com : desk two : desk two
  4. chasromiktv2@gmail.com : Desk three : Desk three
  5. zakirhosan68@gmail.com : md hosan : md hosan
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে ভারতীয় মদ ও মোটরসাইকেল সহ দুই ব্যাক্তি আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৮৫৯ Time View

চা শ্রমিক ডটকম: সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ দুই ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার সদরের গোয়াইনঘাট-রাধানগর সড়কের গোয়াইন পূর্ব বাজাররস্থ তিতারাই ব্রিজের পশ্চিম প্রান্ত থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ বোতল ভারতীয় মদ এবং তাদের বহণকারী একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং চা- বাগান এলাকা বিরেন গোয়ালার পুত্র বিমল গোয়ালা ( ৩৫), চামটা মালের পুত্র সুজন মাল ( ২১)।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন সঙ্গীয় ফোর্সদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সদরের গোয়াইনঘাট-রাধানগর সড়কের গোয়াইন পূর্ব বাজাররস্থ তিতারাই ব্রিজের পশ্চিম প্রান্ত থেকে আমদানি নিষিদ্ধ ৬ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করা হয়। এসময় তাদের সাথে মাদক বহণকারী একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ মদসহ দুই ব্যক্তি আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকলে করে মদ বহণ করছে এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। এসময় তাদের বহণকারী মোটর সাইকেল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছ। গোয়াইনঘাটকে মাদক মুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Chasromik.com
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি