চা শ্রমিক ডটকমঃ আজ ১লা মার্চ রোজ রবিবার চিকনাগুল বাজার মসজিদে আছরের নামাজ আদায় শেষে-
ভারতের দিল্লিতে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা-হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে. বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন চিকনাগুল মাদ্রাসার মুহতামিম জনাব মাওলানা আব্দুল হালিম সাহেব, চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এ.বি.এম জাকারিয়া সাহেব, বিশিষ্ট সমাজসেবী সারোয়ার রহিম চৌধুরী (তুলাই) সাহেব, চিকনাগুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর সদস্য জনাব ফখরুল ইসলাম, চিকনাগুল বাজার কমিটির সভাপতি জনাব মাওলানা আব্দুর রহমান, শুক্রবারী বাজার ব্যবসায়ী
কমিটির সাংগঠনিক সম্পাদক জনার ফখরুল চেয়ারম্যান।
আয়োজনে ছিল মাহবুব আম্বিয়া জামান, আব্দুর রহমান,আরিফুর ইসলাম মুসা, সালমান, আবুল হাসান অভি,নাহিদ এ. সিপন, রুমেল আহমদ, রায়হানুল আবেদীন, রাহাদ, কাওছার আহমেদ তোফায়েল।
সার্বিক সহযোগিতায় ছিলেন- সারোয়ার রহিম চৌধুরী (তুলাই),
ফখরুল ইসলাম, মোহাম্মদ হানিফ হোসেন, আব্দুল মালিক আমন, মুকিত চৌধুরী।