চা শ্রমিক ডটকমঃ বালিশিরা ভ্যালীর অন্তরগত জাগছড়া চা বাগান খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে আন্ত চা বাগান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টান সম্পন্ন হয়েছে। আজ রোববার ১ মার্চ বিকাল ৪ টায় জাগছড়া চা বাগানের ৬নং ফুটবল মাঠে পাথারিয়া চা বাগান ও মাজদিহি চা বাগানের মধ্যকার ১ম ও ২য় আর্ধের দু দলের খেলার লড়াইয়ে ১-১ গোলে অমীমাংসিত থেকে খেলা শেষ হয়। পরে ট্রাইবেকারে মধ্যদিয়ে ৩-০ গোলে পাথারিয়া চা বাগান জয়ী হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনলে টি চীফ অপারেটিং অফিসার তাহসিন এ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, জাগছড়া চা বাগানের ব্যবস্থাপক মো. নুরুন্নবী, সহকারী ব্যবস্থাপক রিয়াদ পাবেল, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ প্রমুখ ব্যাক্তিবর্গ।
ফাইনাল বিজয়ী সেরা খেলোয়ার নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক জুবেল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ও গোলদাতা হন চ্যাম্পিয়ন দলের বনিফাস। প্রায় ২ মাস ব্যাপী এ টুর্নামেন্টে সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানের মোট ৪৮টি ফুটবল দল অংশগ্রহণ করে।
Leave a Reply