চা শ্রমিক ডটকমঃআজ ৩ রা জানুয়ারি রাত্র আনুমানিক ৮ঘঠিকায় মাজদিহি চা বাগানের ৯ নং লেনের ভুবন বাউরীর বাড়ীতে গোপন সংবাদের সুত্রে শ্রীমঙ্গল থানার এস আই ফরিদের নেতৃত্বে সঙ্গীয় ফোসের অভিযানে রামচরন রবিদাস(৫০) পিতাঃমিঠাইলাল রবিদাস কে আনুমানিক ২০ লিটার দেশীয় চোলাই মদ সহ গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে মামলা প্রকৃয়াধীন রয়েছে বলে এস,আই ফরিদ চা শ্রমিক ডটকমকে জানিয়েছেন।
Leave a Reply