নালুয়া চা বাগানে মহাবিপন্ন বনরুই উদ্ধার

লিটন মুন্ডা,লস্করপুর ভ্যালী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ১৮৯৯ Time View

চা শ্রমিক ডটকমঃঅাজ ৪ ই মার্চ বুধবার লস্করপুর ভ্যালির নালুয়া চা বাগানে গোলটিলার ওসমান গণির পুরোনো অব্যবহার কুয়া থেকে মহবিপন্ন বনরুই উদ্ধার করা হয়েছে।

অাশঁযুক্ত স্তন্যপায়ী প্রানীটির সারা শরীরের মাছের মতই অাশেঁর ফাঁকে ফাঁকে থাকে শক্ত লোম। স্বভাব অতি অদ্ভুত দুই পায়ের ভেতর মাথার ঢুকিয়ে লেজ দিয়ে পুরো দেহ ডেকে বল এর মতো করে নিচ্ছে। বনরুইটি ছিল ৫ কেজি এবং ৪ ফুট লম্বা।

রিক্সা চালক উদ্ধারকর্তা ওসমান গণি বিষয়টি নিয়ে রাতে বুঝে ছিলেন সকালে তিনি কুয়ায় খুজ করে এটি বের করলে স্থানীয় এলাকা বাসীরা ঐ প্রানীটিকে দেখার জন্য ভিড় করে।

বাগানের ব্যবস্থাপক ইকবাল হোসেন দেখতে এসে সুস্থভাবে বন বিভাগের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন এবং নামকরণ করেন যা এলাকা বাসীর জানা ছিল না। সবাই সূর্যমূখী মাছ বলে চিনেছিল।

ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের মেম্বার নটবর রুদ্রপাল এর মাধ্যমে বন কর্মকর্তাদের কাছে জানানো এবং উনাদের কাছে বনরুইটি হস্তান্তর করা হলে দুপুরে বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের হবিগন্জ বন বিভাগের ডেপুটি ফরেস্টার রেহান মাহমুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এম পি, সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ অফিসার অাব্দুল মোতালেব ও কো ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি অাবুল কালাম বন বিভাগের মাধ্যমে এটিকে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category